২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

চবি শিক্ষার্থীর দায়িত্ব গ্রহণ করলেন জেলা প্রশাসন ও সদর উপজেলা চেয়ারম্যান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ , ২১ ফেব্রুয়ারি ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী রানা মিয়ার পড়াশুনার খরচ চালানোর দায়িত্ব গ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও সদর উপজেলা চেয়ারম্যান।

রোববার ২০ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় নিজ কার্যালয়ে ডেকে নিয়ে জেলা প্রশাসক মোঃ শাহ্গীর আলম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রানার হাতে পড়াশুনার খরচ বাবদ প্রাথমিকভাবে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বেলানগর গ্রামের আইন উদ্দিনের সুযোগ্য ছেলে রানা মিয়া তার আরও দুই ভাই-বোন আছে। তার বাবা গ্রামের অন্যের জমিতে কাজ করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে রানা মিয়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলে প্রতিবেদনটি জেলা প্রশাসক মোঃ শাহ্গীর আলমের দৃষ্টিগোচর হয়। এরপরই রানার পড়াশুনার খরচ চালানোর উদ্যোগ নেয়া হয়।

জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যন্ত রানাকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিওর পক্ষ থেকে প্রতি ছয় মাস পরপর ২৫ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য রানাকে প্রতি ছয় মাস পর স্বশরীর, অনলাইন বা ই-মেইলের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি দরখাস্ত লিখতে হবে।

রানা মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বেলানগর গ্রামে। সে বেলানগর গ্রামের আইন উদ্দিনের ছেলে। তার আরও দুই ভাই-বোন আছে। রানার বাবা গ্রামের অন্যের জমিতে কাজ করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
আরও পড়ুন