ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে ৯২ কেজি গাঁজাসহ দুই জন আটক।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ , ১৯ ফেব্রুয়ারি ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে ৯২ কেজি গাঁজাসহ দুই জন আটক।।
স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা পুলিশ ৯২ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামের আব্দুল নূরের ছেলে জুবাইদ (২৬), মোহাম্মদপুর এলাকার আবদুর রহিমের ছেলে রুবেল (২৮)।তারা বিশেষ কায়দায় মাদকদ্রব্য বহন করছিল।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো.হাছান জানান গাড়িতে বিশেষ কায়দায় মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছিল সেখান থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধারসহ দুজনকে আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আপনার মন্তব্য লিখুন