২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

কুমিল্লা জেলার উদ্যোগে মুরাদনগরে দলিল লেখক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ , ৬ ফেব্রুয়ারি ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

এম কে আই জাবেদ, মুরাদনগর :কুমিল্লার মুরাদনগর সাব-রেজিস্ট্রি অফিসে জমকালো আয়োজনে দলিল লেখক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

দলিল লিখক সমিতির দপ্তর সম্পাদক মাহবুব আলম আরিফের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, মুরাদনগর দলিল লেখক সমিতির সভাপতি হাজী মো.শাহজাহান মুন্সি ও স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে জেলা কমিটিকে ফুল দিয়ে বরণ করেণ, সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মতি ও কোষাদক্ষ রকিবুল শামিম।

প্রধান অতিথি হয়ে অনুষ্ঠান অলংকৃত করেণ, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক, আলহাজ্ব মনজু, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরুড়া উপজেলার দলিল লিখক সমিতির সভাপতি গাজী মো. মহসিন, তিতাসের সভাপতি হুমায়ন কবির কাজল, চান্দিনা উপজেলার সভাপতি আবুল হোসেন, চৌদ্দগ্রাম উপজেলার সহ-সভাপতি মো.শাহজাহান, বি-পাড়া উপজেলার সাধারণ সম্পাদক,সহিদুল ইসলাম সরকার, বরুড়া উপজেলার সাধারণ সম্পাদক সাইফুর ইসলাম, পয়ানগাছার সাংগঠনিক সম্পাদক আইয়ুব রানা, গুনবতীর কোষাধক্ষ মো. অলিউল্লাহ, দাউদকান্দি উপজেলার সাবেক সভাপতি আলী আশরাফ,মুরাদনগর উপজেলার সাবেক সভাপতি আব্দুল কাদের, সহ-সভাপতি কেএম শারফিন শাহ প্রমুখ।

সভায় বক্তারা, দলিল লিখক সমিতির সার্বিক বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন এবং সবাই মিলে-মিশে কাজ করে কাজের গতিকে তরান্নিত করে মানুষের সেবার মান বৃদ্ধি করার পরামর্শ দেন। সভার প্রথমেই কোরআন থেকে তেলাওয়াত করেন, মো. কামরুল ইসলাম মুন্সি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
আরও পড়ুন