২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সত্যিকার অভাজনে উপহার প্রদানের পরিতৃপ্তি__এইচ এম সিরাজ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ , ৫ ফেব্রুয়ারি ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সময়ের পরিক্রমায় বেড়েছে দেশের মানুষের জীবনমান, ঘটেছে পরিবর্তন। তথাপি সুবিধাবঞ্চিত মানুষের কমতি নেই এই সমাজে। ‘বাত্তির নিচেই অন্ধকার’ যেমন থাকে, তেমনি সুবিধাবঞ্চিতরাও এই সমাজেই বসবাস করেন। আর তারাই হলেন সত্যিকার অভাজন। যেমন- তৃতীয় লিঙ্গের মানুষ, রিষি সম্প্রদায়। তাদের পাশে দাঁড়ানোর কাজ নি:সন্দেহে উন্নত মানবিকতার বলেই আমি অন্তত মনে করি। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র (কম্বল) তুলে দিতে পেরে সত্যিই ভীষণ আনন্দ এবং স্বস্থি বোধ করছি।

-বেসামরিক বিমান পরিবহন,পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র কাছ থেকে প্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ একশ’টি কম্বল অবহেলিত একশ’জন মানুষকে দেয়া হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের ব্যবস্থাপনায়।

শুক্রবার (০৪ ফেব্রুয়ারি’২০২২) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগে সভাপতি আনোয়ারা বেগম ও পৌর মহিলা আওয়ামী লীগ সভাপতি শামীমা আক্তার প্রমুখ।

পরে অতিথিরা জেলা সদরের ৪০ জন হিজড়া ও রিষি সম্প্রদায়ের ৬০ জনের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন।

সত্যিকারেে সুবিধাবঞ্চিত-অভাজন একশ’ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে, নিজের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তাদের হাতে তুলে দিতে পেরে সত্যিকারার্থেই নিজেকে স্বস্তিদায়ক হয়েছি ভীষণ পুলকিত।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
আরও পড়ুন