ব্রাহ্মণবাড়িয়ায় সেচ দক্ষতা বৃদ্ধিতে কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ , ৪ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নিজস্ব প্রতিবেদকঃব্রা হ্মণবাড়িয়ায় কৃষকদের সেচ দক্ষতা বৃদ্ধিতে কৃষকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে শহরের শিমরাইল কান্দি বিএডিসি সেচ কমপ্লেক্স ইউটি অফিস কাম ট্রেনিং সেন্টারে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে সমাপনী বক্তব্য রাখেন বিএডিসি কুমিল্লা সার্কেলের তত্ত¡বধায় প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান। প্রশিক্ষণে সেচ যন্ত্রপাতি পরিচালনা রক্ষণাবেক্ষণ, সেচের পানির পরিমিত ব্যবহার ও অপচয় রোধ এবং আধুনিক পদ্ধতিতে সেচনালায় পানি সরবরাহের মাধ্যমে সেচ দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করেন বিএডিসি ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকোৗশলী রুবায়েত ফয়সাল আল মাসুম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জিসান উদ্দিনম মোঃ আল আমিন। কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া বিএডিসি আয়োজিত এই কর্মশালায় ৩০ জন কৃষক অংশগ্রহন করেন।
আপনার মন্তব্য লিখুন