ঐতিহ্যবাহী বাহাদুরপুর মাঠে শীতকালীন ক্রিকেট টূর্ণামেন্ট অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ , ৪ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো.মিকাইল আহমেদঃ চারদিকে বসন্তের অাগমনী বার্তা, শীতের বিদায়ের সুর। সেই সাথে বাহাদুরপুরবাসীর অপেক্ষার পালাও বুঝি শেষ হলো। শেষ পর্যন্ত কোন দল জিতবে তা নিয়ে মাঠে, ঘাটে এমনকি চায়ের আড্ডাতেও চলছিলো নানা জল্পনা কল্পনা। কারণটা যে সহজেই অনুমেয়। অর্ধ শতাব্দী পুরনো ঐতিহ্যবাহী বাহাদুরপুর গ্রামের কেন্দ্রীয় খেলার মাঠে যেকোন টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা মানেই বিশেষ কিছু। চারিদিকে হইচই পড়ে যায়। আশপাশের গ্রাম থেকেও খেলা দেখতে অাসে অগণিত দর্শক। মাঠের চতুর্পাশে দর্শকের মুহুর্মুহু করতালি আর হর্ষধ্বনি খেলার অানন্দ বাড়িয়ে দেয় দ্বিগুণ। সুবিশাল এই খেলার মাঠ দূর্গাপুর ইউনিয়ন বাসীর গর্ব। অত্র এলাকা জুড়েই এমন মাঠ খুঁজে পাওয়া দুষ্কর। বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার অাশুগঞ্জ এর বাহাদুরপুর গ্রামের ঐতিহ্য খেলার মাঠের কথা।
চারিদিকে উৎসবের আমেজ বইছে, বইছে শীতের শেষে ফাল্গুনের হিমেল হাওয়া। সকাল গড়িয়ে বিকেল, পুরো মাঠ জুড়ে সাজ সাজ রব। খেলার মাঠে টান টান উত্তেজনা। সকল দর্শকের কৌতূহলী চোখ, চার ছক্কা হইহই, বল গড়িয়ে গেল কই? হবেইবা না কেন? মাঠ তো অার ছোট না! তিন পুরুষ ধরে খেলা হচ্ছে ঐতিহ্যবাহী এ খেলার মাঠে। দুই সপ্তাহ ধরে চলা শীতকালীন ক্রিকেট টূর্ণামেন্ট এর আজ সেই মহারণ অর্থাৎ ফাইনাল ম্যাচ। প্রবল বৃষ্টিজনিত কারণে পূর্বনির্ধারিত ১০ ওভারের খেলা কমিয়ে ২ ওভারে আনা হয়। অার এতে খেলার উত্তেজনা বেড়ে যায় কয়েকগুণ। চার, ছক্কার নান্দনিক সব শটে খেলা জমে উঠে। পাশের গ্রাম সোহাগপুর থেকে অাগত জনপ্রিয় ধারাভাষ্যকার মো. শামীম মিয়া কথার যাদুতে সারা মাঠ মাতিয়ে রাখেন। তুমুল বৃষ্টির মাঝেও মাঠভর্তি দর্শকের উপচে পড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো। খেলাশেষে বিজয়ী ও রানার্সঅাপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অধিনায়ক মামুনের নেতৃত্বাধীন দল টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়। অার রানার্সঅাপ হয় বিপক্ষ দলের অধিনায়ক মো. অামির হোসেনের নেতৃত্বাধীন দলটি। খেলা কেমন লেগেছে জানতে চাওয়া হলে মাঠে উপস্থিত ছোট দর্শক ইয়াছিন মিয়া ও শাহাদাত হাসান অালভী বলে ‘খেলা ভালো লেগেছে। এক কথায় অসাধারণ।‘
উক্ত খেলায় অতিথির আসন অলঙ্কৃত করেন বাহাদুরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বিগণ। খেলাশেষে গ্রামের বিশিষ্ট মুরুব্বিগণ চ্যাম্পিয়ন ও রানার্সঅাপ উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।
আপনার মন্তব্য লিখুন