২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে নরমাল ডেলিভারি বৃদ্ধি পেয়েছে ডা. নোমান মিয়া

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ , ২ ফেব্রুয়ারি ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ৫০ শষ্যা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক বা নরমাল ডেলিভারি বৃদ্ধি পেয়েছে। গর্ভবতী মায়েদের জন্য সরকারি হাসপাতালে নরমাল ডেলিভারির জন্য অত্যাধুনিক সুব্যবস্থা রয়েছেন বললেন,সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা.মো.নোমান মিয়া। মঙ্গলবার(১ ফেব্রুয়ারি) দুপুরে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গর্ভবতী মায়েরা যারা রয়েছেন আপনারা হাসপাতালে স্বাস্থ্যসেবায় এএনসি কর্ণার রয়েছে এখানে আপনাদের সেবা নিবেন।
তিনি বলেন,গর্ভবতী মা হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা নিতে, প্রশিক্ষিত ডাক্তার ও নার্স দ্রুততার সাথে তার চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। তিনি বলেন, অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে এএনসি ও প্রসব সেবার কর্ণার রয়েছে, এখানে ডাক্তার ও নার্সদের কাছ থেকে অন্তত চারবার গর্ভবতী মায়েরা স্বাস্থ্যসেবা টুকু গ্রহণ করবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.মো.নোমান মিয়া বলেন,মাতৃমৃত্যু হার ও শিশু মৃত্যুহার কমাতে হবে,তাই আমাদের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সেই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ডেলিভারির কোন বিকল্প নেই। এসময় তিনি বলেন, সরাইলে নরমাল ডেলিভারি বৃদ্ধি পেয়েছে, আপনাদের সকলের সহযোগিতায় একটি সিজার সহ ২৪টি স্বাভাবিক বা নরমাল ডেলিভারি করতে পেরেছি। এ পযর্ন্ত সরাইলে ৩০৫ জন গর্ভবতী সেবা প্রদান করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
আরও পড়ুন