নবজাতকদের সুচিকিৎসা নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে স্ক্যানো ইউনিট চালু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ , ২৩ জানুয়ারি ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:
কম ওজন নিয়ে ভূমিষ্ঠ ও ঠান্ডাজণিত সমস্যায় আক্রান্ত নবজাতকদের সুচিকিৎসা নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়া জেনরালে হাসপাতালে স্ক্যানো ইউনিটের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধান অতিথি থেকে ইউনিটটির উদ্বোধন করেন। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা শিউলী আজাদ, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহাম্মদ শাহীন, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মোঃ ওয়াহিদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মোঃ আবু সাঈদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডাক্তার মোঃ বজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ জেলা স্বাস্থ্য বিভাগের সদস্যবৃন্দ। এ সময় সংসদ সদস্য মোকতাদির চৌধুরী বলেন, এই ইউনিটটি চালু হওয়ার ফলে নবজাতকদের সুচিকিৎসা অনেকাংশে নিশ্চিত হবে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে। মূলত ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতকদের চিকিৎসায় এটি একটি নতুন সংযোজন। পরে হাসপাতালের শহীদ ডাক্তার মিলন সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
আপনার মন্তব্য লিখুন