ব্রাহ্মণবাড়িয়ায় সিনিয়র শিক্ষক পদোন্নতি প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ , ২২ জানুয়ারি ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:ব্রাহ্মণবাড়িয়া গভ. মডেল গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কোরআন তেলাওয়েত স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবদুল লতিফের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক রোকসানা ফেরদৌস মজুমদার। গভ. মডেল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন,সাবের সোবহান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: বদিউজ্জামান ভূইয়া,গভ. মডেল গার্লস হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাঈমা জান্নাত,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন। স্বাগত বক্তৃতা করেন মোহাম্মদ গিয়াস উদ্দিন মৃধা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গভ. মডেল গার্লস হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো: ইউনুছ আলী,সহকারী শিক্ষক মো: মহিউদ্দিন,অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ এফ এম আবদুস সাকির,মো: শফিকুর রহমান ভূইয়া,সাবেরা সোবহান সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুর রহমান। পরে গভ. মডেল গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি প্রাপ্ত ১৬ শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়।
আপনার মন্তব্য লিখুন