ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ , ১৬ জানুয়ারি ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,“হরেক রকম পিঠার সাঝে পিঠা উৎসব মাতে, ভিন্ন ভিন্ন স্বাদ পাওয়া যায় হরেক রকম হাতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বাঙ্গালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কান্দিপাড়া স্কলারস স্কুল এন্ড কলেজ চত্বরে আয়োজিত পিঠা উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের হাতে বানানো প্রায় অর্ধশতাধিক রকমরে সুস্বাদু পিঠার প্রদর্শনী করে। এ সময় স্থানীয় ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ পিঠা উৎসবে প্রদর্শিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পছন্দসই পিঠা সংগ্রহ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কলারস স্কুল এন্ড কলেজের সভাপতি সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মোঃ শামসুজ্জামান, সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, উপদেষ্টা প্রিন্সিপাল মোস্তফা কামাল, বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প পরিচালক শেখ সাদী, অর্থ পরিচালক আব্দুস সাত্তার, সহ-সভাপতি শাহজাদা খান। অনুষ্ঠানে পরিচালনা করেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ মোঃ জিয়াউল হক। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, পিঠা উৎসব বাঙ্গালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান সভ্যতাার আধুনিকতার ছোঁয়ার ফলে তা ক্রমেই বিলীন হয়ে আসছে। তাই এই সংস্কৃতিকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে এই সংস্কৃতির তাৎপর্য তুলে ধরতেই এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন