জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী নবীনগরে আলোচনা সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ , ১ জানুয়ারি ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দুপুরে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী রজব আলী মোল্লার সভাপতিত্বে ও উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা মুসলিম উদ্দিন মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব কাজী মামুনুর রশিদ। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সৈয়দ মোকাব্বের, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, মোঃ শরিফুল ইসলাম সহ আরো অনেকেই।
আপনার মন্তব্য লিখুন