ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ , ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ বইমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে ৪ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, কবি জয়দুল হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে জাতির সঠিক ইতিহাস জানানোসহ আলোকিত, জ্ঞাননির্ভর, সংস্কৃতিমনস্ক মানবিক বাংলাদেশ বিনির্মাণে এ মেলা সহায়ক ভূমিকা রাখবে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। আলোচনা শেষে অতিথিবৃন্দ মেলায় প্রদর্শিত ২৪ টি বইয়ের স্টল ঘুরে দেখেন। আগামী ২ জানুয়ারী ৪ দিনব্যাপী এই মেলার সমাপনী ঘটবে।
আপনার মন্তব্য লিখুন