আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়ার ১৫ ইউনিয়নে নির্বাচন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ , ২৫ ডিসেম্বর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:আগামীকাল ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ১০টি ইউনিয়ন ও আখাউড়ার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। দুই উপজেলার ১৫ ইউনিয়নের ১৫২ টি ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে আখাউড়ায় ভোটকেন্দ্রের সংখ্য ৪৭টি ও বিজয়নগরে ভোটকেন্দ্রের সংখ্যা ১০৫টি। সকাল ৮টা থেকে ১৫টি ইউনিয়নের ২ লাখ ৭১ হাজার ৭০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিজয়নগরে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৮৬৪ জন ও আখাউড়ায় মোট ভোটার সংখ্যা ৮৪ হাজার ৮৩৮ জন। নির্বাচনে দুই উপজেলার ১৫ ইউপিতে চেয়ারম্যান পদে ৮৪ জন, সাধারণ সদস্য পদে ৫০৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫৪ জন প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনকে সামনে রেখে শনিবার স্ব স্ব উপজেলা পরিষদ চত্বর থেকে নির্বাচনী সরাঞ্জাম বিতরণ করেন কর্মকর্তারা। প্রিজাইডিং অফিসারের মাধ্যমে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে প্রতিটি কেন্দ্রের নির্বাচনী সরাঞ্জাম পৌছে দেয়া হয়। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা সূত্র জানায়, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে র্যাব, ৫ প্লাটুন বিজিবি, ৯৭৭ জন পুলিশ সদস্য এবং ২৫৮৪ জন আনসার সদস্যসহ ১৫টি মোবাইল টিম ও ১৫টি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট টিম ও উপজেলা নির্বাচন অফিসের টিম দায়িত্ব পালন করবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য, আখাউড়া উপজেলায় দলীয় প্রতীক ছাড়াই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য লিখুন