ব্রাহ্মণবাড়িয়ায় উৎসব মুখর পরিবেশে ৯১ ব্যাচের পূণর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ , ২৪ ডিসেম্বর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:ব্রাহ্মণবাড়িয়ায় উৎসব মুখর পরিবেশে এস,এস,সি ৯১ ব্যাচের পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দিনটি পালনে ব্যাচের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চত্বরে হরেক রকমের পিঠা মেলার মধ্যদিয়ে দিনের আনন্দ আয়োজনের শুরু করা হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ৯১ ব্যাচের সকল সদস্যবৃন্দ। আনন্দ আয়োজনে দীর্ঘদিনের বন্ধুদের পেয়ে সকলের মাঝে আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। ৯১ ব্যাচের সকল সদস্যরা তাদের স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত। এ ব্যাচের বন্ধু মহলের মধ্যে কেউ সচিব, চিকিৎসক, সাংবাদিক, অ্যাডভোকেটসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কর্মরত আছেন। তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আলোচনাকালে ৯১ ব্যাচের সতীর্থরা মানুষকে ভালোবেসে তাদের কল্যানে নিরন্তর ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মন্তব্য লিখুন