নবীনগরে চেয়ারম্যান প্রার্থীসহ দুইজন নিহতের ঘটনায় মামলা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ , ১৯ ডিসেম্বর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩৫) ও তার সহযোগী বাদল সরকারকে (২৫) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় নিহত এরশাদুলের ছোট ভাই আক্তারুজ্জামানের করা মামলাটি নথিভুক্ত করে পুলিশ। আসামিদের মধ্যে এজহারনামীয় ১৫ জন এবং অজ্ঞাত আরও ৩/৪ জন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, গতকাল রাতে নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলা করেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। আসামীদের ধরতে আমাদের অভিযান চলছে।
এর আগে গত শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে কুড়িঘর গ্রামের একটি আঞ্চলিক সড়কে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এরশাদুল ও বাদল। এরশাদুল আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার প্রস্তুতি নিচ্ছিলেন।
আপনার মন্তব্য লিখুন