মহান বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচী পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ভোরে ৫০ বার ত্বপোধ্বণির মধ্যদিয়ে দিবসের শুরু হয়। পরে ফারকী পার্কস্থ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমানসহ জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। পুষ্পস্তবক অর্পণশেষে শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলণ, কুচকাওয়াজ এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে জেলার বিভিন্ন উপজেলার ১০০ জন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি। এ সময় প্রধান অতিথি বলেন, এখনো মুক্তিযুদ্ধ বিরোধী একটি শক্তি নানাভাবে বাংলাদেশের অগ্রগামিতাকে থামিয়ে দিতে নানা পায়তারা করছে। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ওই অপশক্তি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করে যাচ্ছে, কিন্তু আমরা সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহন করতে পারছিনা। যা অত্যন্ত দুঃখজনক। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত তরুণ প্রজন্ম গড়ে উঠলেই যে লক্ষ্য নিয়ে এ দেশ স্বাধীন করা হয়েছিল সেই কাঙ্খিত লক্ষ্যে পৌছানো সম্ভব।
আপনার মন্তব্য লিখুন