২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া ৭ কিলোমিটার দৌড়ে ৭ বীরশ্রেষ্ঠকে শ্রদ্ধা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,মহান বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সাত বীরশ্রেষ্ঠকে শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার বিজয় দিবসের প্রথম প্রহরে সাত কিলোমিটার দৌড়ে বীরশ্রেষ্ঠদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আখাউড়া রানার্স নামের একটি সংগঠন এ ব্যতিক্রম আয়োজন করে। এ ছাড়া একজন বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধি নিয়মিত পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত এক নারীকে সম্মাননা জানানো হয়। সূর্যোদয়ের সাথে সাথে আখাউড়া উপজেলা পরিষদ চত্বর থেকে দৌড় শুরু করেন ৬৩ জন। সেখানে এ কর্মস‚চির উদ্বোধন করেন পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। কর্মস‚চিতে অংশগ্রহণকারীরা উপজেলার প্রধান সড়ক হয়ে দরুইন গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামালের সমাধিস্থলে যান। এরপর জাতীয় সংগীত গেয়ে সাত বীরশ্রেষ্ঠর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মী ফুলবানুকে সঙ্গে নিয়ে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের কর্মীরা। এ কর্মস‚চিতে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভ‚ঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, সহকারী কমিশনার (ভ‚মি) মো. সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জসসেদ শাহ প্রমুখ। দৌড়ে অংশ নেওয়া সামিয়া আক্তার বলেন, আগে কখনো এভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসিনি। এবারের এ ব্যতিক্রমী আয়োজন খুব ভালো লেগেছে। উদ্যোক্তাদের অন্যতম মারিয়াম তাবাসসুম বলেন, তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করতে আমাদের এ আয়োজন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন