শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোজাম্মেল হোসেন রেজা, কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ লোকমান হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া শিশু একাডেমীর কর্মকর্তা মাহফুজা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন শিশু একাডেমী পরিচালনা পরিষদের সদস্য মোঃ মনির হোসেন। সভায় বক্তারা, শহীদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন তাৎপর্য নিয়ে আলোচনা করেন। পরে শহীদদের স্মরণে বিশেষ দোয়া শেষে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন