নাসিরনগর মুক্ত দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ , ৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি: ৭ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ঝাঁপিয়ে পড়ে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্ত করে নাসিরনগর। উড়িয়ে দেয় স্বাধীন বাংলার লাল-সবুজ পতাকা। “জয় বাংলা” শ্লোগানে মুখরিত হয়েছিল চারদিক। মুক্তিযোদ্ধা ও সংগ্রামী জনতা পাক-বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস লড়াই করে ৭ ডিসেম্বর থানা অভ্যন্তরে (পুলিশ ষ্টেশন) স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনে নাসিরনগরকে পাক-হানাদার মুক্ত করেন। এ উপলক্ষ্যে নাসিরনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন শেষে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন