ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ , ৫ ডিসেম্বর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর-আখাউড়া সড়কের পাশ থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
তার শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর বাইপাস সড়কের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, আখাউড়া বাইপাস সড়কের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা সদর মডেল থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, তার পোশাকে মনে হচ্ছে ভবেঘুরে ছিলেন। তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুই হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
আপনার মন্তব্য লিখুন