১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

সরাইলে ভোট উৎসবে প্রশংসিত প্রশাসন!কোন হৈ-হল্লা নেই?

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ , ২৯ নভেম্বর ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ২৮ নভেম্বর সরাইল উপজেলা নয়টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করে উপজেলাবাসীর প্রশংসা কুড়িয়েছে প্রশাসন।

নির্বাচনের দিন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে রাতে ফল প্রকাশ পর্যন্ত নির্বাচনের মাঠে উপস্থিত থেকে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল- সার্কেল) এএসপি মো. আনিছুর রহমান।আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে সন্তুষ্ট প্রকাশ করেন ভোটাররা। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে ভোটাররা খুশি হয়ে প্রশাসনকে ধন্যবাদ জানান। ২৮ তারিখ ভোটের দিন ব্রাহ্মণবিড়িয়া সরাইল উপজেলা ছিলো ভোট উৎসব। ভোট উপলক্ষ্যে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষন করতে ভোটের দিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ- দৌলা খান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ),মোল্লা মোহাম্মদ শাহীন, সরাইল উপজেলা উপজেলা নির্বাহি অফিসার মো. আরিফুল হক মৃদুল, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সরাইল- সির্কেল) এএসপি মো,আনিছুর রহমান।সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আসলাম হোসেনসহ র‍্যাব, বিজিবি, ডিবি ও পুলিশের সদস্যবৃন্দ।
সরাইল ইউপি নির্বাচনে উল্লেখযোগ্য ভোট প্রয়োগ করেন ভোটাররা।সরাইল উপজেলায় ১০১ টি কেন্দ্র প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য সহ প্রায় ৪৪৪ জন পুলিশ নিয়োজিত ছিলো। ১৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিজিবি, র‌্যাাব,আনসারসহ আইন- শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেছেন।সরাইল নির্বাচন অফিস কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে ভোট গ্রহন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।যারা চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন তারা হলেন উপজেলার সরাইল সদর ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী আব্দুল জব্বার মটর সাইকেল প্রতীক, শাহজাদাপুর আওয়ামী লীগের নৌকা প্রতীকের আছমা আক্তার,শাহবাজপুর ইউনিয়নে আওয়ামীলীগের খায়রুল হুদা বাদল, চুন্টা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক মো. হুমায়ুন কবির, অরুয়াইল ইউনিয়নে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. মোশারফ হোসেন, নোয়াগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীক মনসুর আহমেদ, কালিকচ্ছ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল প্রতীক মো. সায়েদ মিয়া, পাকশিমুল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক মো. কাউছার হোসেন,পানিশ্বর ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী মটর সাইকেল প্রতীক মো. মোস্তাফিজুর রহমান(মিস্টার) বে-সরকারি ভাবে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন।
সরাইল উপজেলা ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিতে পেরে প্রশংসা করে জানান, এমন সুন্দর ভূমিকায় ভোটাররা কোনদিন ভুলবে না। এ নির্বাচন নজির হয়ে থাকবে বলে এখন এলাকার মানুষের মুখে- মুখে।।এদিকে নির্বাচনে সরাইলে ঝালভোটের দায়ে একজনকে ছয় মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ।
এদিকে ভোটের মাঠে সরুজ মিয়া জানান, কথায় নয় কাজ করে প্রমান করলেন আপনারা সত। জীবনে প্রথম এত সুন্দর নিবার্চন দেখলাম। আপনাদের হাজার সালাম। ভোটার কাজল খান জানান,এত সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য দুই স্যারকে সরাইল বাসির পক্ষ হয়তে সালাম ও অভিনন্দন।।লাকসাম চন্দ্র শীল জানান, অসম্ভব সুন্দর একটা নির্বাচন দেখলাম।
সরাইল উপজেলার ৯ ইউনিয়নে ১০১টি কেন্দ্রে। মোট ভোটকক্ষের সংখ্যা ৬০৪টি। ভোটার রয়েছেন পুরুষ ১ লাখ ২৪ হাজার ৩ শত ৬৮ ও মহিলা ১ লাখ১২ হাজার ৭ শত ১৫৩ জন মোট ভোট সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৯৪২ জন। শুধুমাত্র সরাইল সদর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়েছে। অন্য ৮ ইউনিয়নে ব্যলটের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে। গতকাল সরাইল ছিল উৎসবমুখর পরিবেশ ‘ ভোট উৎসব অনুষ্ঠান। এ উৎসবের আনন্দে ভোটারদের কন্ঠে সুর উঠেছে সরাইল প্রশাসনের দুই কর্মকর্তা ইউএনও সার্কেল ভোটারদের ভোটার অধিকার প্রয়োগ করতে সকল প্রকার ব্যবস্থা গ্রহন করেছেন। তাই সবাই বলে ‘ প্রশাসন পারে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে। সরাইল প্রশাসনের যেমন আইনের কথা’ তেমন ভোটের মাঠে কর্মদক্ষতার প্রমাণ রেখেছেন প্রশাসন।। তাই ভোটারা নির্বিঘ্নে ভোট দিতে পারে অনেক খুশি। ভোটের পরের দিন আজ সোমবার ২৯ নভেম্বর সরাইল উপজেলা মানুষের মাঝে প্রতিহিংসা নেই ‘শান্তিপূর্ণ নির্বাচনে বিজয়ও পরাজিত প্রার্থীদের মাঝে সোহার্দ্য পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।
৭০ বছরের শামসুল মিয়া বলে, ভাই আজ পরিবেশটা’ শান্তনা’ কোন হৈ-হল্লা নেই? ধন্যবাদ সরাইল প্রশাসনকে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন