২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

নবীনগর-সরাইলে স্বতন্ত্রের দাপটে নাকাল আ‌‌‌’লীগ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ , ২৯ নভেম্বর ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:তৃতীয় ধাপে রোববার (২৮ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলার ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে সরাইল উপজেলায় ৯টি ইউনিয়ন, নবীনগর উপজেলায় ১৩টি ইউনিয়ন ও বাঞ্ছারামপুর উপজেলায় ১০টি ইউনিয়নসহ মোট ৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়ে।

বাঞ্ছারামপুরের একটি ইউনিয়নের চেয়ারম্যান ও সকল মেম্বাররা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়নটিতে কোনো পদে নির্বাচন হয়নি।

এর আগে বাঞ্ছারামপুরে একজন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীসহ ৮টি ও নবীনগরে বড়িকান্দি ইউনিয়নে চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। জেলার ২৪টি ইউপিতে রোববার চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। তবে ৩৩টি ইউনিয়নেই সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নিবার্চন অনুষ্ঠিত হয়।

রোববার অনুষ্ঠিত হওয়া তিনটি উপজেলায় ২৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৯ জন, স্বতন্ত্র প্রার্থী ১৪ জন ও জাতীয় পার্টির একজন জয়লাভ করেন।

বাঞ্ছারামপুর উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অনুষ্ঠিত হয়। ৩টিতেই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছেন। ফলাফল অনুযায়ী বাঞ্ছারামপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রহিম ৪৩০১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। ফরদাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাশিদুল ইসলাম ৯৮৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তেজখালী ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল হক ১১৩৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

নবীনগর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হওয়া ১২টি ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ ও বাকি ৮টিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার ৫ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নবীনগর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন চশমা প্রতীকে ৩ হাজার ২১৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নবীনগর পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নূর আলম আনারস প্রতীকে ৫ হাজার ৪১ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন