নির্বাচনী সহিংসতায় বিজিবি সদস্য নিহত।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ , ২৯ নভেম্বর ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জের নির্বাচনী সহিংসতায় রুবেল হোসেন (৩৫) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
রবিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জের উপজেলার গাঢ়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারী প্রাথমিক কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুএে জানা যায়, ঐ কেন্দ্রে ভোট গণনা শেষে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোনাব আলীকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন অন্তিকের সমর্থকরা ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন সংশ্লিষ্টদের আটকে রাখে।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে লাঙ্গল প্রতীকের সমর্থকদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রুবেল হোসেন নামের একজন বিজিবির নায়েক নিহত ও কয়েকজন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ললিত চন্দ রায়- ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিজিবি সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তবে এ বিষয়ে কথা বলতে প্রশাসন, পুলিশ ও বিজিবির কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মন্তব্য লিখুন