ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নিয়োগে ১০ লাখ টাকা উৎকোচ চাওয়ার অভিযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ , ২৮ নভেম্বর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি::তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগে উৎকোচ চাওয়ার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে জানাজানি হলে অনিবার্য কারণের কথা উল্লেখ্য করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে একজন, অফিস সহায়ক (এমএলএসএস) পদে দুজন ও নৈশ প্রহরী পদে একজনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ প্রক্রিয়ার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মঈন উদ্দিন, সিভিল সার্জনের একজন প্রতিনিধি, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা ও সদস্য সচিব হিসেবে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল হামিদ।
বিজ্ঞপ্তি প্রকাশের পর নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৫৪জন, অফিস সহায়ক (এমএলএসএস) পদে ৭৪জন ও নৈশ প্রহরী পদে ১১জন আবেদন করেন।
২২ নভেম্বর নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক (এমএলএসএস) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৩৬জন এবং অফিস সহায়ক পদে ৫৪জন লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষার পর অনিয়মের অভিযোগে তুলেন জেলা পরিষদের সদস্য আইয়ুব আলী। পরে ২৪ নভেম্বর অনিবার্য কারণ উল্লেখ করে নিয়োগ প্রক্রিয়া সাময়িক বন্ধ ঘোষণা করেন নিয়োগ কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নিয়োগ কমিটির প্রধান আমিনুল ইসলাম।
জেলা পরিষদের সদস্য আইয়ুব আলী বলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম নিম্নমান সহকারী কাম কম্পিউটার পদে এক প্রার্থীর কাছে ১০ লাখ টাকা দাবি করেন। ওই প্রার্থী তিন লাখ টাকা দিতে চাইলে তিনি রাজি হননি। প্রধান নির্বাহী কর্মকর্তা নিজে একাই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছেন
আপনার মন্তব্য লিখুন