ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল ভোটারকে ৬ মাসের সাজা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ , ২৮ নভেম্বর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ইউপি নির্বাচনে জাল ভোট দেয়ার সময় আটক ১ জনকে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত আলাউদ্দিন(২৭) টিঘর গ্রামের হিরা মিয়ার ছেলে। রবিবার সকালে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারন সদস্য প্রার্থী লায়েছ মিয়ার তালা প্রতীকে জাল ভোট দিতে এসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় সে। আলাউদ্দিন ইদ্রিস মিয়া নামের এক ভোটারের ভোট দিতে আসে। পুলিশ জানায়, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ এর সম্মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধৃত হয় সে। পরে ভ্রাম্যমান আদালত তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(২) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। এছাড়া ৬ হাজার টাকা অর্থদÐ অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয় তাকে।
আপনার মন্তব্য লিখুন