বাঞ্ছারামপুর তেজখালী ইউপি নির্বাচনে সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ , ২৮ নভেম্বর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্ধি দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছামিরুল (২২) নামে এক যুবক কপালে তীরবিদ্ধ হয়েছেন।
রোববার (২৮ নভেম্বর) ভোটগ্রহণের শেষ পর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে তেজখালী ইউনিয়নের ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আহত ছামিরুলকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ইমামনগর গ্রামের হাছান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেজখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদে তালা প্রতীকের প্রার্থী মোহন মিয়ার সমর্থকরা দুপুরে কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনির হোসেনের সমর্থকরা বাধা দেন। এ নিয়ে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরবর্তীতে ভোটগ্রহণের শেষ পর্যায়ে বিকেল সাড়ে ৩টায় মোহন মিয়ার সমর্থকরা অপর প্রার্থী মনির হোসেনের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় তীরও নিক্ষেপ করা হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে ছামিরুল তীরবিদ্ধ হন। তিনি মনির হোসেনের সমর্থক ছিলেন।
বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, ভোট শেষে কেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ তীরবিদ্ধ হয়েছেন কিনা জানা নেই।
আপনার মন্তব্য লিখুন