ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তান্ডবের বিরুদ্ধে সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা রেখেছে …সাবেক প্রতিমন্ত্রী তাজ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ , ১৮ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি: ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ক্যাপ্টেন (অব.) এ. বি. তাজুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট এলডি হলে আয়োজিত এক সুহৃদ সমাবেশে তার হাতে আজীবন সদস্য সনদ তুলে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এতে বক্তৃতায় ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেছেন, হেফাজত তাÐবের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ও সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা রেখেছে। সত্যকে সামনে তুলে ধরাই হলো সাংবাদিকদের কাজ, এতে কে খুশি হলো না হলো সেটা বিবেচ্য বিষয় নয়। তিনি মানুষের উপকার হয় এমন সংবাদ গুরুত্বের সাথে প্রকাশ করার আহবান জানান। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন। এতে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মিয়া মো. হেলাল, প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি পীয‚ষ কান্তি আচার্য, সহসভাপতি ইব্রাহিম খান সাদাত প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন