২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

আগামীকাল নাসিরনগরে ইউনিয়ন নির্বাচন, সব কেন্দ্রে নিবার্চনী সরঞ্জাম বিতরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ , ১০ নভেম্বর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নিবার্চন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নিবার্চনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নিবার্চন কমিশন। প্রস্তুতির অংশ হিসেবে বুধবার উপজেলা নিবার্চন কার্যালয় থেকে নিবার্চনী সরঞ্জাম পাঠানো হয় কেন্দ্রে কেন্দ্রে। দুপুরের পর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে কড়া নিরাপত্তায় বিভিন্ন কেন্দ্রের সরাঞ্জাম বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্চন সমন্বয়কারী হালিমা খাতুন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিবার্চন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সার্বিক আইনশৃংখলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা । ১৩ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নেতৃত্বে বিজিবি,র‌্যাব,পুলিশ,আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিবার্চনে দায়িত্ব পালন মাঠে থাকবেন। এদিকে ইউপি নিবার্চন উপলক্ষে থানা পুলিশের আয়োজনে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিবার্চনে দায়িত্ব পালনকারী আইনশৃংখলা বাহিনীর উপস্থিতিতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে দক নির্দেশনামূলক পরামর্শ দেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। উল্লেখ্য, নাসিরনগর উপজেলায় ১২৫টি কেন্দ্রে ও ৬শ’ ৩১টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ১১৩ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), ইসলামি আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি ও স্বতন্ত্রসহ ৬০ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৬৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন