২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

বসুন্ধরার এমডিকে হত্যা চেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ , ৭ নভেম্বর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি: দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবাহান আনভীরকে হত্যাচেষ্টা ও ইন্দনদাতাকে গ্রেপ্তার দাবিতে রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ নাগরিক সমাজের এ কর্মসূচি থেকে অনতিবিলম্বে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা নাগরিক ফোরামের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত। আবরণী আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক মো. হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় এতে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অ্যাডভোকেট আবদুন নূর, তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের উপদেষ্টা দীপক চৌধুরী বাপ্পী, সদর উপজেলা শিক্ষা কমিটির সদস্য মো. বাহারুল ইসলাম মোল্লা, সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মো. মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু, খেলাঘরের সাধারন সম্পাদক নীহার রঞ্জন সরকার, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. জসীম উদ্দিন রানা, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুজন দত্ত, যুব মৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের সভাপতি মো. হেদায়েতুল আজিজ মুন্না, সাংবাদিক মো. মোশাররফ হোসেন বেলাল, মেহেদী নূর পরশ, আজিজুল ইসলাম সঞ্চয়, আবুল হাসনাত রাফি, চয়ন বিশ্বাস, মো. মাইনুদ্দিন রুবেল,মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি, মাজহারুল করিম অভি, মো. মামুন, আব্দুল্লাহ আল নাঈম, আশীষ সাহা, পূজা উদযাপন পরিষদের সদস্য উত্তম মল্লিক ও সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু। সংহতি প্রকাশ করেন, জেলা নাগরিক ফোরামের সভাপতি পিযূষ কান্তি আচার্য, জেলা হিন্দু বিবাহ রেজিস্টার্ড কল্যাণ সমিতির সভাপতি উজ্জল কুমার চক্রবর্তী, আজকালের খবর প্রতিনিধি মো. মোজাম্মেল হোসেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. শাহাদাৎ হোসেন, আরটিভির প্রতিনিধি মো. আজিজুর রহমান পায়েল।
সমাবেশ শেষে জেলা শিল্পকলা একাডেমি ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে হত্যাচেষ্টাকারি ও ইন্দনদাতার বিচার দাবি করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন