২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

নোয়াগাঁওয়ের আওয়ামীলীগ প্রার্থী শফিকুল চেক জালিয়াতি মামলায় খালাসপ্রাপ্ত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ , ২৯ অক্টোবর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম চেক জালিয়াতি মামলা থেকে খালাস প্রাপ্ত। দুটি ফৌজদারী মামলায় গত মাসে করা আপীলের প্রেক্ষিতে আদালত তাকে খালাস দিয়েছেন। এরমধ্যে গত ৩০শে সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সফিউল আজম আপীল মামলা নং ২০৬/২০২১ এর আদেশ দেন। আপীল মামলার আদেশে বলা হয়, মামলার বাদী রেসপনডেন্ট মোতাহার হোসেন হলফী জবানবন্দী ও লিখিত দরখাস্তে উল্লেখ করেন যে,আসামী আপীলকারী শফিকুল ইসলামের সাথে মামলার ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে এবং আসামী আপীলকারী বাদীর পাওনা টাকা পরিশোধ করেছেন। আপীল মামলাটি আপোষসুত্রে মঞ্জুর করা হয়েছে উল্লেখ করে বিচারক তার আদেশে বলেন,যুগ্ম জেলা জজ ২য় আদালতের ৮৮৯/২০২০নং দায়রা মামলায় গত ১৬ই মার্চ যুগ্ম জেলা জজ ২য় আদালতের তর্কিত রায় ও আদেশ এতদ্বারা রদ ও রহিত করা হলো। আসামী আপীলকারী শফিকুল ইসলামকে ১৮৮১ সালের দি নেগোশিয়েটবল ইন্সট্রুমেন্টস এ্যাক্ট-এর ১৩৮ ধারার অভিযোগ থেকে খালাস দেয়া হলো। অন্য আরেকটি ফৌজদারী আপীল মামলায় (নং ২০৭/২০২১)গত ১৩ই সেপ্টেম্বর ভারপ্রাপ্ত দায়রা জজ মো. আবু ওবাইদা অনুরূপ আদেশ দেন। এই মামলাটির বাদী রেসপনডেন্ট মো. বকুল মিয়া।

ফলে শফিকুল ইসলাম আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার পর তিনি চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি বলে যে খবর বেড়িয়েছে তা সঠিক নয় বলে জানান তার ছোট ভাই সাবির মিয়া। তিনি বলেন,আমার ভাই ব্রিক ফিল্ডের ব্যবসা করেন। সেকারনে ব্যবসায়িক লেনদেনে চেক প্রদান করা হয়েছিলো। নানা দূর্যোগের কারনে লেনদেনে বিলপ্ত হলে মামলা হয়। আবার আমরা টাকা পরিশোধ করার পর আদালত আমার ভাইকে খালাস দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন