বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌশুলী এডঃ সিরাজুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ , ২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
স্টাফ রিপোর্টারঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হকের পিতা বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌশুলী বিশিষ্ট আইন প্রণেতা মরহুম এডভোকেট সিরাজুল হক বাচ্চুর ১৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর জেলা জজ কোর্ট মসজিদে জেলা জজশীপ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই দোয়ার আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক মোঃ ছাদেকুর রহমান, মোঃ আলমগীর কবির, জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিউল আলম লিটন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল প্রমূখ। মিলাদ ও দোয়া মাহফিলের আগে বক্তারা, মরহুম এডভোকেট সিরাজুল হক বাচ্চুর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে বিচারকগনসহ জেলার আইনজীবী ও নানা শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
আপনার মন্তব্য লিখুন