ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে আলোচিত ২১০ প্রকার চা দোকানের সামনে থেকে ১৪ অবৈধ মোটরসাইকেল জব্দ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ , ২৭ অক্টোবর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
স্টাফ রিপোর্টারঃব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলোচিত ২১০ প্রকার চা দোকানের সামনে অভিযান চালিয়ে পার্কিং করা ১৪ অবৈধ মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ওই চা দোকানের সামনে থেকে এইসব মোটরসাইকেলগুলো জব্দ করা হয়।
পুলিশ জানায়, ওই চা দোকানকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের উপজেলা থেকে মাদকসেবীরা ভিড় করছেন বলে অভিযোগ রয়েছে। তাদের উদ্দেশ্যে সেখানে বিশেষ ভাবে চা তৈরি করা হয়। প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, মাধবপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, ভৈরবসহ বিভিন্ন এলাকা থেকে বাহারি মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে লোকজন আসতে থাকে। মাদকসহ বিভিন্ন অপরাধের তথ্য পাওয়ার পর পুলিশ সেখানে অভিযান চালায়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন