কোথাও অর্থের বিনিময়ে যুবলীগের কমিটি দেওয়া হবে না- শেখ ফজলে নাইম
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ , ২৪ অক্টোবর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নিজস্ব প্রতিবেদকঃ অর্থের বিনিময়ে কোথাও যুবলীগের কোনো কমিটি দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাইম।
শনিবার (২৩ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমির হলরুমে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোথাও অর্থের বিনিময়ে কমিটি দেওয়া হবে না বলে আমি নিশ্চয়তা দিচ্ছি। মাদক ব্যবসায়ী, সন্ত্রাস, চাঁদাবাজদের কমিটিতে ঠাঁই দেওয়া হবে না। আমরা নিজেদের মতো করে খোঁজ নিচ্ছি।
যে ব্যক্তি দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছে তাকেই কমিটি গঠনে মূল্যায়ন করা এবং তার জন্য সবাইকে সাহায্য করতে হবে। নৈরাজ্যবাদী কেউই কমিটির অন্তর্ভুক্ত হবে না বলে আমি আশ্বাস দিলাম।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাই ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সকলে মিলে দেশকে এগিয়ে নিতে কাজ করবো।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কেন্দ্রীয় যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন