দিনের আলোয় শহরের প্রাণকেন্দ্রে থানার পাশে দুঃসাহসিক চুরি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ , ২০ অক্টোবর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পাশেই মসজিদ রোড, ব্যতিব্যস্ত ব্যবসায়ী এলাকা। দুঃসাহসিক চুরির ঘটনায় এ রোডের ব্যবসায়ীদের মধ্যে সৃস্টি হয়েছে আতংক । এ রোডের অনুরাগ টেলিকম এন্ড ফটোফ্রেম দোকানে মঙ্গলবার দিনের আলোতে সকাল সাড়ে আটটায় অভিনব এবং দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিক জানান, নগদ টাকা মোবাইল সহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।অবশ্য সিসি ক্যামেরায় চুরির ঘটনাটি ধারণ হয়েছে।ব্যবসায়ীরা জানান, এ রোডে এর আগেও একই কায়দায় ভোর এবং সকালে আরও দুটি দোকানে সংঘবদ্ধ চোর দলের চুরির ঘটনা সিসি ক্যামেরায় রেকর্ড হয়। অনুরাগের চুরির ঘটনাটি পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে। শহরের প্রাণকেন্দ্রের অন্যতম প্রধান ব্যবসায়ী এলাকায় চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সংশ্লিস্ট মহলের যথাযথ তৎপরতা আশা করছে ব্যবসায়ী মহল।ছবিতে সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া চোরদলের এক সদস্য।
আপনার মন্তব্য লিখুন