সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রলীগের “সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা”
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ , ১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
কবি ফয়েজ আহমেদ জেলা প্রতিনিধি:কুমিল্লা পূজা মন্ডবে মুসলমানদের পবিত্র কিতাব ” আল কোরআন ” অবমাননা নিয়ে সারা দেশে চলছে সাম্প্রদায়িক সম্প্রীতি অরাজকতা। সাম্প্রদায়িক অপশক্তি রুখতে সারাদেশে আওয়ামিলীগ ও অঙ্গ সংগঠন গুলো প্রতিবাদ সমাবেশ করছে।
কেন্দ্রীয় সংসদের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ “সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা” করেন।সকল নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শহিদ মিনার চত্বরে এসে ঝর হয়।শোভাযাত্রা সরকারি কলেজ শহিদ মিনার চত্বরে থেকে শুরু করে শহরের কালিবাড়ি মোড় হয়ে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে সমাবেশ হয়। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল সভাপতিত্বে,
সমাবেশ সঞ্চালন করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন ।সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা” উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের নেতাকর্মী,পৌর ছাত্রলীগ,সদর উপজেলা ছাত্রলীগ,পৌর কলেজ ছাত্রলীগ,সরকারি কলেজ ছাত্রলীগ ইউনিট।
আপনার মন্তব্য লিখুন