ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রীতি সমাবেশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রীকে বহিষ্কার ও অপসারণ দাবী সম্মিলিত সাংস্কৃতিক জোটের
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ , ১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতায় প্রকৃত দায়ীদের গ্রেফতারে ব্যর্থতা এবং দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়িঘরে হামলা-ভাংচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে স্বরাষ্ট্রমন্ত্রীর বহিস্কার ও অপসারন দাবী করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্প্রীতি সমাবেশ থেকে এই দাবী জানান বক্তারা। প্রেসক্লাবের সামেন আয়োজিত সমাবেশে সংগঠনের আহবায়ক আবদুন নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইল আহমদ তফসির, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, মহিলা পরিষদের সভাপতি শোভা পাল, সাংগঠনিক সম্পাদক শামীমা শিকদার দীনা প্রমূখ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করার জন্য একটি চক্র ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কুমিল্লা, পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়িঘরে যে হামলা-ভাংচুর চালানো হয়েছে তা দুঃখজনক। তবে এসব রোধে স্বরাষ্ট্র মন্ত্রী এবং পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তারা এসব ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রীর বহিস্কার ও অপসারণের দাবী জানান। সমাবেশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
আপনার মন্তব্য লিখুন