বিজয়নগরে বাসচাপায় পথচারী নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ , ১৭ অক্টোবর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
স্টাফ রিপোর্টারঃ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসচাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা নামক স্থানে রবিবার (১৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
বাসচাপায় নিহত নারীর নাম সাফিয়া বেগম (৫৫)। তিনি ওই ইউনিয়নের সাতবর্গ গ্রামের সেকান্দর আলীর মেয়ে।
ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার ঘোষ জানান, দুপুরে সড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেট অভিমুকী বাসের নীচে তিনি চাপা পড়েন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন