নোয়াগাঁও নৌকার মনোনয়ন প্রত্যাশী শেখ হেলাল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ , ১৭ অক্টোবর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আ.লীগের যুগ্ম আহবায়ক (১) শেখ মোছলে উদ্দিন হেলাল ।
শেখ মোছলে উদ্দিন হেলালের সমর্থনে এক বিশাল সমাবেশ শনিবার বিকালে নোয়াগাও শেখ বাড়ি এলাকায় এ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নোয়াগাঁও গ্রামের ১ নং,২ নং ও ৩ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
সভায় সরাইলের বিশিষ্ট ব্যক্তিত্ব ফজলুল হক মৃধার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিল্লাল মিয়ার পরিচালনায় এসময় বক্তব্য রাখেন পিডিপির কেন্দ্রীয় মহসচিব শেখ এহসানুল হক সেলিম,এলাকার বিশিষ্ট মুরুববী শেখ শামসুল আলম,আবদুর রাজ্জাব মৈশান,অধ্যাপক জামাল মৃধা,১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মন্তাজ মিয়া,২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কাইয়ুম মুন্সী,সাধারণ সম্পাদক রতন মিয়া,৩ ন!ং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিল্লু মিয়া,বিশিষ্ট ব্যক্তি শেখ ফজলে এলাহী নিপুন,আবু বকর মৈশান,আল শাহরিয়া বিপ্লব,আবদুর রঊফ মৃধা,আবদুল জাহের মিয়া,লায়েস মিয়া,মিলন মিয়া,নাসির খা,মাজেদ আলী,মুকিম মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহবায়ক সোহাগ মৈশান,ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি আজিজুল মিয়া।
সভায় এলাকার বিশিষ্টজনেরা শেখ মোছলে উদ্দিন হেলালকে সমর্থন করে বলেন,হেলাল নৌকার মনোনয়ন পেলে নোয়াগাঁও গ্রামের ৩ টি ওয়ার্ডের মানুষ ঐক্যবদ্ধভাবে তাকে নির্বাচিত করার জন্য কাজ করবে। আমরা তার পাশে আছি-থাকবো।
আপনার মন্তব্য লিখুন