আখাউড়ায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ , ১৬ অক্টোবর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দীঘিরজান গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ওই গ্রামের আজাদ ভূইয়ার সন্তান আয়েশা (৭) ও সাদ (৫)। খোঁজ নিয়ে জানা যায়, সবার অজান্তে দুই ভাই বোন বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
আপনার মন্তব্য লিখুন