সরাইলের পুজা মণ্ডপে উপজেলা প্রশাসনের পরিদর্শন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ , ৯ অক্টোবর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো: তাসলিম উদ্দিন: কড়া নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে সরাইলে বিভিন্ন পূজা ম-পে শুরু হব শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের শারদীয় দুর্গা পূজায় সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ৪৯ টি ম-পে পূজা উদযাপিত হবে।এরই মধ্যে পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি চলছে।চলছে পূজার নানা আনুষ্ঠানিকতা। বর্ণিল সাজে পূজা ম-প সাজানোর পাশাপাশি আলোক সজ্জার কাজও।
শুক্রবার রাত আটটার দিকে সরাইল উপজেলা সদর উচালিয়া পাড়া ডা. আশীষ চক্রবর্ত্তী বাড়ির পূজার ম-পের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে আসেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল, সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. আরিফুল হক মৃদুল তিনি ম-প এলাকা পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন। এ সময় তিনি জানান, আনন্দঘন পরিবেশে, শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সকল প্রস্তুতি নেয়া হবে। গুরুত্ব বিবেচনায় বিভিন্ন ম-পে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
রূপসী গ্রাম বাংলা।। খবরাখবর আপনার জন্য।।
আপনার মন্তব্য লিখুন