ব্রাহ্মণবাড়িয়ায় সকল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন ও সমাবেশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ , ৯ অক্টোবর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি: আজ শনিবার সকালে স্টেশনের প্লাটফর্মে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এই
কর্মসূচী পালিত হয়। এতে জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তিআচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতিরিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সম্মিলিত
সাংস্কৃতিক জোটের আহবায়ক আব্দুন নূর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খানলাভলু, ওয়াসেল সিদ্দিকীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনেরনেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ভাংচুরের পেছনে প্রকৃত
দায়ীদের আইনের আওতায় না এনে রেল বন্ধ রাখায় জেলার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভোগেপোহাতে হচ্ছে। যা খুবই দুঃখজনক। বক্তারা অবিলম্বে স্টেশনের সংস্কার ও সকল ট্রেনেরযাত্রা বিরতির দাবী জানান। অন্যথায় রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচী দেয়া হবে বলেও জানানো হয়।
আপনার মন্তব্য লিখুন