২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

করোনার জড়তা কাটিয়ে সাহিত্য প্রেমীদের আড্ডা ও পাঠ চক্র অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ , ৫ অক্টোবর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মনিরুল ইসলাম শ্রাবণ: কবি-সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা সত্য ও সুন্দরের পক্ষে কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার অন্যতম সংগঠন সাহিত্য একাডেমির উদ্যোগে এক “সাহিত্য-আড্ডা ও পাঠচক্র” গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।

সাহিত্য একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ ও নবীন সাহিত্য ও সংস্কৃতি প্রেমীদের অংশগ্রহণে এই আড্ডা ও পাঠ চক্র প্রাণবন্ত হয়ে ওঠে। এতে অংশ গ্রহণ করেন চেতনায় স্বদেশ গণগ্রন্থাগারের সভাপতি, কবি ও কথাসাহিত্যিক আমির হোসেন, রম্য লেখক পরিমল ভৌমিক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাহিত্য একাডেমির পরিচালক নন্দিতা গুহ, পরিচালক জামিনুর রহমান, তফাজ্জল হোসেন জীবন, সম্পাদক মন্ডলীর সদস্য নেলী আক্তার, কবি ও গীতিকার মোঃ আব্দুর রহিম, কবি ও কথা সাহিত্যিক রোকেয়া রহমান কেয়া, কবি শিরিন আক্তার, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন, কবি ও লেখক হেলাল উদ্দিন হৃদয়, প্রর্বতক আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক নির্জয় হাসান সোহেল, কবি ও গীতিকার গাজী তানভীর আহমেদ, ঝিলমিল একাডেমির পরিচালক মনিরুল ইসলাম শ্রাবণ, কবির কলমের সাধারণ সম্পাদক কবি হুমায়ুন কবির, সাহিত্য একাডেমির সদস্য মোঃ ফোরকান মিয়া, মোঃ রুবেল মিয়া, কবি রিপন দেবনাথ প্রমুখ।

ছড়া, কবিতা, রম্য, সমালোচনাসহ নানান বিষয়ে আলোচনায় মুখরিত হয়ে ওঠে উক্ত সাহিত্যাঙ্গন। সভায় অনির্ধারিত বিষয়ে উন্মুক্ত আলোচনায় বক্তাগণ বলেন, দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় করোনা ভাইরাস সংক্রমণ, লকডাউন ও হেফাজতের তান্ডবের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে স্থবিরতা নেমে এসেছিলো। বর্তমানে সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ায় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গণও আবার স্বাভাবিক হয়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।

বক্তাগণ আরো বলেন বলেন, কবি-সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা সত্য ও সুন্দরের পক্ষে কথা বলেন। তারা জাতিকে আলোর পথ দেখান। দেশের বর্তমান কবি সাহিত্যকগণ কোন না কোন সাহিত্য আড্ডা থেকেই নিজেদের সম্মৃদ্ধ করেছেন। তাই তারা সাহিত্যচর্চার গুরুত্বারোপ করে প্রবীণদের পাশাপাশি নবীনদেরকেও আড্ডায় অংশগ্রহণের আহŸান জানান। সভায় আগামীতে নিয়মিতভাবে বিষয়ভিত্তিক সাহিত্য আড্ডা আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন