২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের যাত্রাবিরতি ৯ অক্টোবরের মধ্যে নিশ্চিতের দাবিতে মানবনন্ধন ও কঠোর হুঁশিয়ারি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

স্টাফ রিপোর্টার: গত ২৬-২৮ মার্চ হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দ্রুত সংস্কারসহ সব ট্রেনের যাত্রাবিরতি আগামী ৯ অক্টোবরের মধ্যে নিশ্চিতের দাবিতে মানবনন্ধন করেছে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ।

শনিবার (২ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ, ব্রাহ্মণবাড়িয়ার সংগঠক সাংবাদিক আবদুন নূরের সভাপতিত্বে বক্তব্য দেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, কমরেড নজরুল ইসলাম প্রমুখ।

সভায় আগামী ৯ অক্টোবরের মধ্যে সব ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিতের জোর দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দেয়া হবে বলেও জানান তারা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2021
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন