ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশ্বনেত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে বাঙ্গালি জাতির মহান নেতা জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে দোয়া আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুরর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক গোলাম উদ্দিন খোকন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা খানম নিশাত সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম মাহবুব জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন সহ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়া সিনিয়র সহ সভাপতি জায়েদুল হক তথ্য ও গবেষণা সম্পাদক মনির হোসেন টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনির হোসেন।
আলোচকরা মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দীর্ঘায়ু কামনা করেন।
প্রধান আলোচক আল মামুন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়ন ধারায় সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। তিনি আরো বলেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতাবিরোধী শক্তি সহ ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকতে হবে। পরে প্রধানমন্ত্রী সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পড়ানো হয়। এর আগে ব্রাহ্মণবাড়িয়া তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর কবিতা আবৃতি জন্মদিনের গান পরিবেশন করা হয়।
আপনার মন্তব্য লিখুন