সরাইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)” তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০২১ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে(২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সরাইল উপজেলা পরিষদ মিলনিয়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুলে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. ফাতেমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, সঞ্জীব কুমার দেবনাথ,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. নুরুল হুদা ও সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন বক্তারা এ সময় তথ্য-প্রযুক্তির বিভিন্ন সেবা ও সমস্যা বিষয়ক নানা প্রস্তাবনা তুলে ধরেন।
তথ্য অধিকার সম্পর্কিত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার। আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর (সহকারী প্রোগ্রামার )মো.শাকিল আহমেদ, উপজেলা মৎস অফিসের অফিস সহকারী মো. জসিম উদ্দিন,সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন