২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

দেশের সব মোকামেই কমেছে চালের দাম

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ , ২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

দেশের বড় চালের মোকামে সব ধরনের চালের দাম কমতে শুরু করেছে। ব্যবসায়ীরাবলছেন, সরকার চাল আমদানির পাশাপাশি, ন্যায্যমূল্যে বিক্রির সিদ্ধান্ত নেয়ায় চালের দামকমেছে কেজি প্রতি তিন থেকে চার টাকা।

তারা আরও জানান, নতুন ধান উঠলে এই দাম আরও কমবে। যদিও ক্রেতারা বলছেনখুচরা বাজারে এখনো চাল বিক্রি হচ্ছে আগের দামেই।

দিনাজপুরে চালের দাম চড়া থাকলেও, চলতি সপ্তাহ থেকে কিছুটা দাম কমতেশুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানিসহ খোলা বাজারে চাল বিক্রির কারণে কেজিতে দামকমেছে ৩ থেকে চার টাকা।

জেলার খুচরা বাজারগুলোতে মোটা স্বর্ণা চাল প্রকারভেদে বিক্রি হচ্ছে৪০ থেকে ৪২ টাকায়, বিআর ২৮ চাল ৪৬ থেকে ৪৮ টাকা এবং মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫৩ থেকে৫৫ টাকা দরে।

এদিকে কুষ্টিয়ায় চাল ব্যবসায়ীরা বলছেন সব ধরনের চালের দাম কমেছে কেজিতেদুই টাকা করে। কিন্ত ক্রেতাদের অভিযোগ, খুচরা বাজারে দেশি চালের দাম কমেনি। যদিও খুচরাবিক্রেতারা বলছেন চালের দাম সামনে আরও কমবে।

ব্রাহ্মণবাড়িয়াতে প্রতি ৫০ কেজির বস্তায় দাম কমেছে ৮০ থেকে ১০০ টাকা।পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, মৌসুম শুরু হওয়ায় নতুন করে চালের বাজার দর আর বাড়ারআশঙ্কা নেই।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন