২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে সৌখিন মৎস্য শিকারি প্রতিযোগিতা অনুষ্টিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সৌখিন মৎস্য শিকারী দেওয়ান দিঘীতে মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭সেপ্টেম্বর) দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।নাছির উদ্দিন প্রতিযোগিতায় অংশ নেন। তিনি ছিপ দিয়ে একটি মাস শিকার করেন। এতে তার কপাল খুলে যায়। প্রতিযোগীদের শিকার করা মাছ ওজন দিয়ে দেখা যায় নাছির উদ্দিন সবচেয়ে বড় মাছ শিকার করেছেন। তিনি প্রথম পুরস্কার হিসেবে জিতে নেন।সন্ধ্যায় সৌখিন মৎস্য শিকারী সরাইল সদর ইউনিয়ন বড় দেওয়ান পাড়া দেওয়ান দিঘীর পাড় সকলের উপস্থিতিতে পরিচালনা করেন ও পুরস্কার তুলে দেন মো. রতন বক্স। এ সময় উপস্থিত ছিলেন, মো. ফরহাদ উদ্দিন ঠাকুর, মো. সেলিম মাষ্টার,মো. শাহ আলমও বিভিন্ন অঞ্চল থেকে মৎস্য শিকারিসহ অন্যান্যরা।মৎস্য শিকার আয়োজক সূত্র জানায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৩১ জন প্রতিযোগিতায় অংশ নেন। অংশ নেওয়ার জন্য টিকিটের মূল্য ছিলো ২২ হাজার টাকা। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয় সাতজনকে পুরস্কার দেওয়া হয়।প্রথম বিজয়ী মো. নাছির উদ্দিন বলেন, মাছ শিকার করা আমাদের বড় শখ তবে সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। অনেক বড় বড় মাছও শিকার করেছি। কিন্তু আজ প্রথম পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত।

সরেজমিন দেখা গেছে, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে মাছ ধরা নিয়ে ব্যস্ত সময় পার করেন প্রতিযোগীরা। কেউ কেউ এই প্রতিযোগিতায় তাদের সহযোগীদের নিয়ে এসেছেন। তাদের মধ্যে কেউ বড় মাছ পেয়ে খুব খুশি। আবার কেউ আশানুরূপ মাছ না পেয়ে হতাশ। মাছ ধরার প্রতিযোগিতা দেখতে দেওয়ান দিঘীতে জড়ো হন শিশু- কিশোরসহ সব বয়সের মানুষ। উৎসমুখর পরিবেশে বড়শি দিয়ে রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করেন মৎস্য শিকারীরা। বিভিন্ন এলাকা থেকে আসা মৎস্য শিকারীরা এ প্রতিনিধিকে বলেন,দেশের বিভিন্ন স্থানে এমন প্রতিযোগিতার কথা জানলেই সেখানে অংশগ্রহণ করি। ভালোই লাগে বড়শি দিয়ে মাছ ধরতে। শখ করে আমার কয়েকজন বন্ধু এই মাছ ধরার প্রতিযোগিতায় এসেছি বলে তারা জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন