২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে জাতীয় মৎস্য দিবসে পোনা মাছ অবমুক্তকরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ , ৫ সেপ্টেম্বর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)বেশী বেশী করে মাছ চাষ করি,বেকারত্ব দূর করি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মিঠাপানির দেশীয় প্রজাতির রুই কাতলা,মৃগেল,কালি বাউশও গনিয়াসহ বিভিন্ন প্রজাতির এক লাখ ২ হাজার টাকা মূল্যের ৩৪২কেজি দেশীয় পোণা মাছ অবমুক্ত করা হয়েছে।রোববার(৫সেপ্টেম্বর) সকাল ১১টায় সরাইল উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় বাস্তবায়নে সরাইল থানা পুকুরে ও স্থানীয় কালিকচ্ছ আকাশী বিলের হাওরে আলাদাভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন, ব্রাহ্মণবাড়িয়া- ৩১২ সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) পরে সরাইল থানা কমপ্লেক্সে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম(শিউলি আজাদ)বলেছেন,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার এই মৎস্য ঐহিত্য আবারো ফিরিয়ে আনতে মৎস্য মন্ত্রনালয়ের মাধ্যমে উপজেলার পুকুর হাওর গুলোতে মৎস্য ভান্ডারকে সমৃদ্ধ করতে পোণা মাছ অবমুক্ত করা হচ্ছে। তিনি আশাবাদী যদি মৎস্য অধিদপ্তরের তদারকি ও মনিটরিং সঠিকভাবে করা যায়, তবে দেশের বিলুপ্ত প্রায় দেশীয় মাছগুলোর উৎপাদন বৃদ্ধি পাবে এবং উপজেলার মানুষের আমিষের চাহিদা পূরণ হবে ।সরাইলে অনেক পুকুর, হাওর বা জলাশয় রয়েছে। যেখানে যথাযথ নিয়ম মেনে মাছ চাষ করলে সরাইলে মাছের চাহিদা পুরণসহ মৎস্য চাষীরা আর্থিক লাভবান হবে আশা করি।এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর,সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল,সরাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম,সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. মোস্তাফিজুর রহমান,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন,উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী মো.জসিম মিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা মো.শাকিল প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন