২০ কেজি গাঁজা ও ১৪৯ বোতল এসকাফসহ আটক ২
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ , ২ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করা হয়েছে।
গত ৩১ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার মিরাসানী এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও ১৪৯ বোতল এসকাফসহ দুই জনকে আটক করা হয় এবং ৩ জন পালিয়ে যায়। আটককৃত মো: শওকত আলী(৩০) মো: জসিম উদ্দিন মো: শাহ পারান(৩৫) মোঃ ফোরকান ইসলাম (৩৮) পলাতক, পিতাÑ মো: সিরাজুল ইসলাম, উল্লিখিত আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, একই তারিখ মধ্যরাত হতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন আকবপুরে পরিত্যাক্ত অবস্থায় ১টি চটের বস্তার ভিতর রক্ষিত পলিথিনের উপর কস্টেপ দ্বারা মোড়ানো ৫টি পুটলায় ২ কেজি করে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করে কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
আপনার মন্তব্য লিখুন