সেই লাইসকা বিলে নৌকা চলাচল শুরু, ১০ জনের বেশি যাত্রী নয়
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ , ২ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইসকা বিলে ফের নৌকা চলাচল শুরু হয়েছে। তবে এসব নৌকায় ১০ জনের বেশি যাত্রী তোলা নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয়রা জানান, গত ২৭ আগস্ট লইসকা বিলে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে উপজেলার চম্পকনগর নৌকাঘাট থেকে নৌকা চলাচল বন্ধ ছিল। পরে চম্পকনগর ঘাট থেকে এক কিলোমিটার দূরে টানমনিপুর স্কুলের সামনে একটি অস্থায়ী ঘাটে পুনরায় নৌকা চলাচল শুরু হয়।
শুক্কুর আলী ও শিরু মিয়া নামের নৌকার দুই মাঝি বলেন, ছোট নৌকা দিয়ে আমরা যাত্রী পারাপার করছি। তবে নৌকায় ১০ জনের বেশি যাত্রী নিচ্ছি না।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাবেয়া আফসার সায়মা বলেন, চম্পকনগর নৌকাঘাট থেকে নৌ চলাচল বন্ধ রয়েছে। অন্য কোনো ঘাট থেকে নৌকা চলাচল নিষিদ্ধ করা হয়নি। ১০ জন যাত্রী পরিবহনের নির্দেশনা নতুন নয় আগে থেকেই নিয়মটি ছিল।
আপনার মন্তব্য লিখুন